কখনো মরে না
তাঁরা বেঁচে থাকে অনন্তকাল
সংগ্রামীদের মননে মগজে।
বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা
কখনো মরে না
তাঁরা বেঁচে থাকে কারোর রঙ তুলিতে
কারোর গল্পে কিংবা লেখায়
মিছিলের শ্লোগানে কিংবা আড্ডায়।
বিপুল’রা কখনো মরবে না
বেঁচে থাকবে যুগে যুগে
পাহাড়ের সংগ্রামের সাথে
সংগ্রামী ইতিহাস হয়ে।
বিপুল’রা কখনো হার মানে না
লড়ে যায় অবিরাম
নিপীড়িত মানুষের সাথে
অধিকার আদায়ের সংগ্রামে।
বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা
হার না মানা যোদ্ধা
তাদের জ্বালানো চেতনার মশাল
অবিরত আলো ছড়ায়
জাগিয়ে তোলে ঘুমন্ত মানুষকে।
বিপুল’রা একেকজন চেতনার বাতিঘর
তাঁদের চেতনায় শাণিত হয়
পাহাড়ের হাজারো তরুণ।
বিপুল’রা তাজিংডং, ফুরোমোন, ভুজুলিচুকের মতো সুউচ্চ চূড়া
তাঁরা দাঁড়িয়ে থাকে পাহাড়ের নিপীড়নের সাক্ষী হয়ে।
বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা কখনো মরে না
তাঁরা বেঁচে থাকে, বেঁচে থাকবে
তাঁরা অমর অক্ষয়।
***
নিরন চাকমা
১৯.১২.২০২৩