মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

বিপুল’রা মরে না


বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা 
কখনো মরে না
তাঁরা বেঁচে থাকে অনন্তকাল
অধিকারহীন মানুষের হৃদয়ে
সংগ্রামীদের মননে মগজে।

বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা 
কখনো মরে না
তাঁরা বেঁচে থাকে কারোর রঙ তুলিতে
কারোর গল্পে কিংবা লেখায়
মিছিলের শ্লোগানে কিংবা আড্ডায়।

বিপুল’রা কখনো মরবে না
বেঁচে থাকবে যুগে যুগে
পাহাড়ের সংগ্রামের সাথে
সংগ্রামী ইতিহাস হয়ে।

বিপুল’রা কখনো হার মানে না
লড়ে যায় অবিরাম
নিপীড়িত মানুষের সাথে
অধিকার আদায়ের সংগ্রামে।

বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা
হার না মানা যোদ্ধা
তাদের জ্বালানো চেতনার মশাল
অবিরত আলো ছড়ায়
জাগিয়ে তোলে ঘুমন্ত মানুষকে।

বিপুল’রা একেকজন চেতনার বাতিঘর
তাঁদের চেতনায় শাণিত হয়
পাহাড়ের হাজারো তরুণ।

বিপুল’রা তাজিংডং, ফুরোমোন, ভুজুলিচুকের মতো সুউচ্চ চূড়া
তাঁরা দাঁড়িয়ে থাকে পাহাড়ের নিপীড়নের সাক্ষী হয়ে।

বিপুল, সুনীল, লিটন, রুহিন’রা কখনো মরে না
তাঁরা বেঁচে থাকে, বেঁচে থাকবে
তাঁরা অমর অক্ষয়।

***

নিরন চাকমা
১৯.১২.২০২৩


শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

উজেই এঝ’

চিম্বুক কাড়ি নেযাদন
সাজেক কাড়ি নেযাদান
অলর গরি আর কদক থেবঙ্
উজেই এঝ’
বেগে মিলি উধি সোঝেই।

বাজা পুরিবো আমার জাগাজুমি
বাজা পুরিবো আমার ঘরভিদে
টিগি থা পুরিবো আমার নিজো জাগাদ
উজেই এঝ’ 
বেগে এক যধা অই।

আমি আর আমা জাগা কাড়ি লবার দিদং নয়
মত্তে মরা খায়
মুরিলে মুরিবঙ্ বুগদি উজেই
এঝ’ বেগে মিলি লাড়েই গরি যেই।

 

নিরন চাকমা

২০ নভেম্বর ২০২০

রবিবার, ২৬ জুলাই, ২০২০

পাত্তলি উচ্কার্

আগাজত কালা মেঘ উত্ত্যে
বেই যার বর বুয়ের
বরগাঙত তুবোল উধি
গোঙে এজের মুজুঙে
উচকার্ পাত্তলি উচকার্।

এযোক যদ ঝড়-বোয়ের
বারি মারোক তুবোলোর গঙ্
ধড়’মড়’ গুরি থাক তুই পাত্তলি
এরি ন দিস ত পাঙেয়ান।

তত্তুন পার ওই যা পুরিবো
বরগাঙর্ তুবোল মেহ্রেনেয়
তত্তুন পার ওই যা পুরিবো
বেঙাহোঙা গাঙ’ নাল ফারিনেয়।

পাত্তলি তুই ন ডরেচ্
তুই উচকারে থাক
জীবনান সার গুরি
লুমা পুরিবো তর অদ’ জাগাত।

নিরন চাকমা
রচনাকাল : ২৬.০৭.২০২০