শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

'ভালোবাসা দিবস' তরুণদের চিন্তার বিকৃতি ও শাসক শ্রেণীর একটি মোক্ষম হাতিয়ার

আজ ১৪ ফেব্রুয়ারী পালিত হচ্ছে 'ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে'। শহর ছাড়িয়ে গ্রামে-গঞ্জেও এখন তরুণ-তরুণীরা এ দিবসটি পালন করে থাকে। এ দিবসটি নিয়ে কর্পোরেট মিডিয়াগুলো বিশেষ প্রচারণায় সরব হয়। পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মও এক্ষেত্রে বসে নেই। সময়ের সাথে সাথে তারাও এই দিবসের নেশায় মশগুল হয়ে পড়ছে। পরিবর্তন হচ্ছে রুচিবোধের। বদলে যাচ্ছে নিজস্ব সংস্কৃতি। গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে মদ-জুয়া-হিরোইন সহ বিভিন্ন মাদকের আসরে। ঘটছে চিন্তার বিকৃতি।  
এদিকে, এসব সংস্কৃতি ও রুচিবোধের মধ্যে তরুণদেরকে আচ্ছন্ন করে রাখতে শাসক শ্রেণী এ ধরনের দিবসগুলোকে একটি মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কারণ তরুণদেরকে এসব দিবসে আচ্ছন্ন রাখতে পারলেই তাদের লাভ। কিন্তু আমাদের অধিকাংশ তরুণ-তরুণীই এটা কিছুতেই বুঝতে চায় না। যা আমাদের সমাজ, দেশ ও জাতির জন্য কখনো শুভ লক্ষণ নয়।