রবিবার, ৮ মার্চ, ২০১৫

আন্তর্জাতিক নারী দিবস ও পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীদের নিরাপত্তাহীনতা

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের দেশে দেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজকের এই দিনটিকে পালন করা হয়ে থাকে। 

যে চেতনাকে ধারণ করে নারী দিবসের স্বীকৃতি, বর্তমানে সে চেতনা অনেকটা ভোঁতা হয়ে গেছে। মূলতঃ এ দিনটি নারীদের অধিকার আদায়ের একটি দিন। আন্দোলনের মাধ্যমেই নারীরা আদায় করতে সক্ষম হয়েছিল এ দিনের স্বীকৃতি। কিন্তু  নারীদের গৌরবদীপ্ত এ দিনটিকে এখন একটি আনন্দ-উৎসবের দিনে পরিণত করা হয়েছে।

যে কারণে নারী দিবসের স্বীকৃতি
১৮৫৭ সালের ৮ মার্চ । সে সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন।