শনিবার, ২৮ মে, ২০১৬

থানছির দুর্গম অঞ্চলের মানুষ ভবিষ্যতে নিরাপদে থাকতে পারবে তো?

বান্দরবান জেলার থানছির যে অঞ্চলে এখন দুর্ভিক্ষ চলছে সে এলাকাটি এখনো পাহাড়িদের জন্য সুরক্ষিত বলা যায়। সে এলাকায় পাহাড়িরা এখনো নিরাপদে চলাফেরা করতে পারে। সেখানে পাহাড়ি মেয়েরা নিরাপদে জুমক্ষেতে কাজ করতে পারে, কুয়া-ঝিড়ি থেকে পানি আনতে যেতে পারে, একা একা বাড়িতে থাকতে পারে। এক সময় গোটা পার্বত্য চট্টগ্রামই ছিল এমন দুর্গম কিন্তু পাহাড়িদের জন্য নিরাপদ এলাকা। শত কষ্টের মাঝে জীবন-যাপন করলেও তারা ছিল নিরাপদে, তখন ছিল না সেটলার নামক কীটদের যন্ত্রণা। কিন্তু কালক্রমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় রাস্তাঘাট হয়েছে, হাট-বাজার বসেছে। আর সেই সাথে বসানো হয়েছে ক্যাম্প, পুনর্বাসন করা হয়েছে সেটলার কীটদের। এরপর পাহাড়িদের উচ্ছেদের পালা শুরু। তারা নিজ গ্রাম-বসতভিটা থেকে উচ্ছেদ হয়ে যায়। আর পাহাড়িদের ফেলে যাওয়া জায়গা-জমিগুলো জবরদখল করে নেয় সেটলার কীটগুলো।