শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

উজেই এঝ’

চিম্বুক কাড়ি নেযাদন
সাজেক কাড়ি নেযাদান
অলর গরি আর কদক থেবঙ্
উজেই এঝ’
বেগে মিলি উধি সোঝেই।

বাজা পুরিবো আমার জাগাজুমি
বাজা পুরিবো আমার ঘরভিদে
টিগি থা পুরিবো আমার নিজো জাগাদ
উজেই এঝ’ 
বেগে এক যধা অই।

আমি আর আমা জাগা কাড়ি লবার দিদং নয়
মত্তে মরা খায়
মুরিলে মুরিবঙ্ বুগদি উজেই
এঝ’ বেগে মিলি লাড়েই গরি যেই।

 

নিরন চাকমা

২০ নভেম্বর ২০২০

রবিবার, ২৬ জুলাই, ২০২০

পাত্তলি উচ্কার্

আগাজত কালা মেঘ উত্ত্যে
বেই যার বর বুয়ের
বরগাঙত তুবোল উধি
গোঙে এজের মুজুঙে
উচকার্ পাত্তলি উচকার্।

এযোক যদ ঝড়-বোয়ের
বারি মারোক তুবোলোর গঙ্
ধড়’মড়’ গুরি থাক তুই পাত্তলি
এরি ন দিস ত পাঙেয়ান।

তত্তুন পার ওই যা পুরিবো
বরগাঙর্ তুবোল মেহ্রেনেয়
তত্তুন পার ওই যা পুরিবো
বেঙাহোঙা গাঙ’ নাল ফারিনেয়।

পাত্তলি তুই ন ডরেচ্
তুই উচকারে থাক
জীবনান সার গুরি
লুমা পুরিবো তর অদ’ জাগাত।

নিরন চাকমা
রচনাকাল : ২৬.০৭.২০২০



পূর্ণস্বায়ত্তশাসন ও ইউপিডিএফ নিয়ে দু’টি গান

 (১)
পূর্ণস্বায়ত্তশাসন
পূর্ণস্বায়ত্তশাসন
পূর্ণস্বায়ত্তশাসন।।

এই অধিকারান আমার
লাগিবোই লাগিবো
লাগিবো লাগিবো লাগিবো
এই অধিকারান।।

এই অধিকারান পেলে
হিল চাদিগাঙ' বুগোত
যেদুক্কুন আঘি চিগোন চিগোন জাদ
বেগর ভালেদী অব’
ভালেদী অব’ ভালেদী অব’ ভালেদী অব’
এই অধিকারান পেলে।।

এঝনা, বেগে মিলি এক যধা ওই
লাড়েই গুরিনেই
এই অধিকারান কাড়ি আনিওই
কাড়ি আনিওই, কাড়ি আনিওই, কাড়ি আনিওই
এই অধিকারান। (ঐ)

নিরন চাকমা
রচনাকাল: ২৪.০৭.২০২০

শনিবার, ১৬ মে, ২০২০

আ’ধানা

ঘুরঘুজ্জে আন্ধার রেদোত
আ’ধি যাঙর নিআলজি গরি
বিজোল মাদি, নিবুলি ঝার, কাদাবন ফুরি ফুরি।

তারেঙ, রিজেঙ, মোন মুড়ো বেই বেই
বেঙাহোঙা পদেদি আ’ধি যাঙর মুই
আ’ধি যাঙর লাম্বা লাম্বা হুচ বাড়েই
আ’ধানা সলাত মর হিচ্চু ডর নেই।

যেক্কে পত্তেরাজি পুরি এব’
কেককেরে কেক গুরি
ডাককারি উদিবাক রাদা কুরউনে
পহর ফুদি উদিবো চেরোহিত্তে
রাঙা চিকচিক্কে গুরি নুঅ বেলান উদিবো
ফিরি এব নুয়ো দিন মাধান
সেক্কেই মর্ আ’ধানা থুম অহব।

নিরন চাকমা
১৫.০৫.২০২০