বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

জাগো তরুণ

জাগো তরুণ
উঠে দাঁড়াও
চেয়ে দেখো
কি ভীষণ যন্ত্রণায়
ছটফট করছে
প্রিয় মাতৃভূমি
পার্বত্য চট্টগ্রাম।

তোমরা রুখে দাঁড়ালে
সাহসী হয়ে উঠবে
মাতৃভূমির বুকে জন্ম নেওয়া
গাছপালা
পাহাড়-পর্বত
ছড়া-ঝিরিগুলো।

তাই জাগো তরুণ
রক্ষা করো
মাতৃভূমির সম্মান।

নিরন চাকমা
০৯.১১.২০১৭

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে পংক্তিমালা

(১)
রাষ্ট্র আমার উপর নিপীড়নের স্টীম রোলার চালায়
তবুও আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি
কারণ নিষ্পেষন হতে হতে আমি এখন
পাথরের মতো শক্ত হয়ে গেছি।

(২)
রাষ্ট্র আমার অধিকার কেড়ে নেয়
আমি চি
কার করে বলি
আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও।

(৩)
রাষ্ট্র আমার সংস্কৃতিতে আঘাত করে
তবুও আমি আমার সংস্কৃতি আঁকড়ে ধরে থাকি
কারণ আমার সংস্কৃতিই আমার অহংকার।

(৪)
রাষ্ট্র আমার জাতিগত পরিচয় মুছে দিয়ে
বাঙালিত্বে উন্নীত করতে চায়
কিন্তু আমি দৃঢ়তার সাথে বলি
আমি বাঙালি নই
আমি একজন জুম্ম।

নিরন চাকমা
১৩.০৩.১৭
রাত ৮:৫৮ টা।