সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

এ বিজয় কাদের?

এ বিজয় পাহাড়ি জনগণের নয়, 
এ বিজয়তো তুমি কে? আমি কে? বাঙালি-বাঙালি’র

এ বিজয় কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নয়, 
এ বিজয়তো বুর্জোয়া ধনীক শ্রেণীর

এ বিজয় নিপীড়িত-নির্যাতিত মানুষের নয়, 
এ বিজয়তো শাসক শোষকের রক্তচক্ষুর

এ বিজয় সংখ্যালঘু জাতি ও জনগণের নয়, 
এ বিজয়তো সংখ্যাগুরু বৃহ জাতিদম্ভের

এ বিজয় দেশের সাধারণ জনগণের নয়, 
এ বিজয়তো যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাদের

[যে দেশ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের উপর শোষণ-বঞ্চনা ও নিপীড়ন-নির্যাতন চালায়,  যে দেশ দলীয় সংর্কণীতার উর্ধ্বে উঠতে পারে না,  যে দেশ পাহাড়ের সংখ্যালঘু জাতির উপর নিপীড়ন-নির্যাতন, গণহত্যা ও নিজ ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা চালায় সে দেশে বিজয় দিবস পালনের স্বার্থকতা কোথায়?]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন